রাজধানীর হাজারীবাগে কয়েকটি ঘর ও রিকশার গ্যারেজে আগুন লেগেছে। বুধবার (১৮ মে) দিনগত ৩টায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাজারীবাগের ঝাউচর বেড়িবাঁধ এলাকায় বস্তির মতো ছোট ছোট কয়েকটি ঘর ও একটি রিকশা গ্যারেজে আগুন লাগে। রাত ৩টায় বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি ফায়ার সার্ভিসে ফোন করে আগুনের সংবাদ জানায়। খবর পেয়ে ৩টা ৫ মিনিটে প্রথম ইউনিট এবং ধাপে ধাপে ছয়টি ইউনিট গিয়ে পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
শাহজাহান শিকদার আরও বলেন, আগুন নিয়ন্ত্রণের ঘণ্টাখানেকের মধ্যে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। ফায়ার সার্ভিসের একটি দল ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। এছাড়াও আগুন কেন লাগলো এবং এর সূত্রপাত খুঁজতে তদন্ত চলছে। আগুনে কোনো হতাহতের সংবাদ নেই।
এ জাতীয় আরো খবর..