ঈদুল ফিতরে হইচই মুক্তি দিয়েছে মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘দৌড়’। ট্রেলার রিলিজের পরই দর্শকদের সাড়া পড়েছিল। হইচই কর্তৃপক্ষ জানিয়েছে, হইচই বাংলাদেশের রিলিজ করা সিরিজগুলোর মধ্যে প্রথম সাত দিনে ‘দৌড়’ সবচেয়ে বেশি স্ট্রিমিং করা সিরিজ। ভেঙে দিয়েছে আগের সব স্ট্রিমিং রেকর্ড।
মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দৌড় নিয়ে দর্শকের নানান মন্তব্য দেখা গেছে। মুভি আর সিরিজ গ্রুপগুলোতে এসেছে রিভিউ। অনেক তারকাও এ সিরিজ নিয়ে মন্তব্য করেছেন। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা ফেসবুকে তাঁর ভেরিফায়েড প্রোফাইলে লিখেছেন, ‘প্রথম সিজন শেষ। সিজন-২-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভালো লাগল রায়হান খান।’ ‘মহানগর’ সিরিজে এসআই মলয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। তিনি লিখেছেন, ‘ডিরেক্টর রায়হান খানকে খুব ভালো কাস্টিং এবং সিনেমাটোগ্রাফির জন্য অনেক ধন্যবাদ। তারিক আনাম খান এবং আজাদ আবুল কালাম কে একই ফ্রেমে কী যে দারুণ এনজয় করেছি!’
‘দৌড়’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন মোশাররফ করিম। ‘দৌড়’-এর রেকর্ডসংখ্যক ভিউ প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শকদের কাছে আমি চিরকৃতজ্ঞ। “দৌড়”-এর প্রতি তাঁদের ভালোবাসাতেই এই সাফল্য এসেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভালোবাসায় সিক্ত করার জন্য।’ ইন্তেখাব দিনার বলেন, ‘“দৌড়” সিরিজটি অনেক কারণে আমার জন্য স্পেশাল একটা কাজ। পুরো কাজটি গুছিয়ে আনতে আমাদের পুরো টিমকে অনেক কাজ করতে হয়েছে। প্রথম সাত দিনে “দৌড়” ভিউয়ারশিপের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে, এটা সত্যি আনন্দের। আমি বলব, আমাদের পরিশ্রম সার্থক।’
‘দৌড়’ সিরিজে রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘পছন্দমতো একটা চরিত্র পাওয়াটা আসলে বেশ কঠিন। ভালো একটা চরিত্রে কাজ করতে পারলে নিজের ভেতর একটা আলাদা তাগিদ জন্মায়। পাশাপাশি যখন অন্য সবাই সেই কাজ নিয়ে আন্তরিক থাকে, তখন কাজটার প্রতি আলাদা একটা মমতা জন্মায়। “দৌড়” সিরিজটি সফল হয়েছে। একটা ভালো লাগা কাজ করছে।’
‘দৌড়’-এ দেখা যায়, সকালবেলা জরুরি কাজে বের হতে গিয়ে রুহুল আমিন জানতে পারেন, তার গাড়িটি চুরি হয়েছে। তিনি নিকটস্থ থানায় যোগাযোগ করেন। এদিকে তার ম্যানেজার তাকে জানান যে গাড়িতে কিছু বেআইনি এবং গোপন কাগজপত্র আছে। তিনি গাড়িটি পুলিশের হাতে পড়ার আগেই পুড়িয়ে দিয়ে যাবতীয় প্রমাণ নষ্ট করার নির্দেশ দেন তার একজন নিজস্ব লোককে। এরই মধ্যে রুহুল আমিনের স্ত্রী জানান, তাদের ছেলে সায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত খেলতে খেলতে গাড়িতে আটকা পড়েছে সায়ান। এদিকে রুহুল আমিন যাদের বলেছিলেন গাড়ি পুড়িয়ে দিতে, তাদের আর ফোনে পাওয়া যাচ্ছে না। এখন ছেলেকে বাঁচাতে হলে রুহুল আমিনকে নিজের লোক আর পুলিশের আগে গাড়িটি খুঁজে বের করার দৌড়ে নামতে হবে।
মোশাররফ করিম
‘দৌড়’ সিরিজে রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। প্রথমবারের মতো কোনো সিরিজে তাঁর সহধর্মিণী রোবেনা রেজার সঙ্গে অভিনয় করেছেন তিনি। রায়হান খানের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শাহেদ আলী, ইন্তেখাব দিনার, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা প্রমুখ।
এ জাতীয় আরো খবর..