×
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ১৩২ বার পঠিত
বিনোদন রিপোর্টার : এথিক থিয়েটার বিজয়ের পঞ্চাশে ৫০ জন তরুণ উদীয়মান নাট্যকর্মীকে সম্মাননা প্রদান করেছে। রবিন বসাক, থিয়েটার নাট্যদলের  কর্মী এই সম্মাননা পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে পাশ করা কিশোরগঞ্জের ছেলে রবিনের মঞ্চের সাথে পথ চলা শুরু হয় ২০০৮ সাল থেকে থিয়েটার এ যোগদানের মাধ্যমে। তারপর থিয়েটার প্রযোজিত মেরাজ ফকিরের মা, বারামখানা, মুক্তধারা, পায়ের আওয়াজ পাওয়া যায়, মায়ানদী, এই নাটক গুলতে অভিনয়ের পাশাপাশি সেট, প্রপস ও কস্টিউমস ডিজাইনে নিজ দলে ও দলের বাইরে ১৮ টির মত নাটকে কাজ করেছে। অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন জেলা ও ইন্ডিয়ায় বিভিন্ন প্রদেশে শো তে। আমার কাছে থিয়েটারে কাজ করা মানে নাটকের খুটিনাটি সকল বিষয়ে সম্মিলিত ভাবে কাজ করা। মঞ্চে অভিনয়ের পাশাপাশি টিভি নাটক, দীপ্ত টিভির মেগা সিরিয়াল ও দুটি চলচিত্রে অভিনয় করেছে। করোনা কালে নাট্যচর্চায় কিছুটা ছেদ পড়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করে থিয়েটারের প্রতি ও সকল সহকর্মী দের কাছে।  দলের কাছে অনকে কিছু শিখেছে দল তাকে কোন কাজ করতে বাধা দেয় নি যার কারনে দলের বাইরে ও সে মামুনুর রশিদ, নাসির উদ্দিন ইউসুফ,  নায়লা আজাদের নাটকে কাজ করতে পেরেছে। রামেন্দু মজুমদারের নির্দেশনায় নতুন নাটক ‘যামিনী না যেতে’ তে কাজ করছে।বর্তমানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কর্মরত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat