×
  • প্রকাশিত : ২০২২-০১-১২
  • ১২৭ বার পঠিত
মেহেদী হাসান সফি, ভেদরগঞ্জ (শরীয়তপুর) : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় কাউসার হোসেন কাজল সরকার(৫০) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে তিনজন।

মঙ্গলবার ১১ জানুয়ারি  সকাল ১০ ঘটিকায় ভেদরগঞ্জ  উপজেলার (ডি এম খালী)-সখিপুর  সড়কের হকপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কাজল (ডি এম খালী) হাজী কান্দি গ্রামের মরহুম আজিজুল হক সরকারের পুত্র। এ দুর্ঘটনায় আরো তিন জন আহত হয়েছে। আহতরা হলেন মহিম চৌধুরী (২০), পিতা: সিরাজ চৌধুরী, নাদিম চৌধুরী (১৯), পিতা: নাজমুল চৌধুরী।  উভয় দক্ষিণ সখিপুর বেপারী কান্দি বাসিন্দা রায়হান সরদার ( ১৬), পিতা: বাবুল সরদার। দক্ষিণ সখিপুর আলমচান বেপারী কান্দি বাসিন্দ।

স্থানীয়রা জানান দুটি মোটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়েছে। অপর দিকে মোটরসাইকেল চালকসহ সাথে থাকা আরো ২ জন গুরুত্বর আহত হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশঙ্কাজনক আবস্থায় আহত তিন জনকে ঢাকায় রেফার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat