×
  • প্রকাশিত : ২০২২-০১-১১
  • ১৪৩ বার পঠিত
মনির হোসেন, মোংলা (বাগেরহাট) : বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৫ দিন ভেসে থাকার পর ২০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত জাহাজ বিসিজিএস ‘স্বাধীন বাংলা’। উদ্ধারকৃত ফিশিং ট্রলার ও ২০ জেলেকে গতকাল সোমবার তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জানান, সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ ট্রলার ‘এফ বি আল্লার দান’-এর ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে আটকে পড়েন ২০ জেলে। গত ১১ ডিসেম্বর থেকে সাগরে হারিয়ে যান তারা। একপর্যায়ে খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে গেলে বাঁচার আশা ছেড়ে দেন। এ অবস্থায় তারা টানা ১৫ দিন সাগরে ভাসতে থাকেন। পরে ট্রলার ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে গেলে দেশটির কোস্টগার্ডের টহল জাহাজ ‘সরোজিনী নাইডু’ গত ২৬ ডিসেম্বর ট্রলারসহ ২০ জেলেকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন রবিবার দুই দেশের সমঝোতার মাধ্যমে নিয়ে আসে। উদ্ধার হওয়া জেলেরা হলেন, নুরুল ইসলাম, মো. তাছিন, নুরুল ইসলাম, মো. হানিফ, মো. সোহেল, মো. বেল্লাল, আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মো. মিরাজ, মো. সালাউদ্দিন, মো. সবুজ, মো. হারুন, মো. জামাল, মো. বাশার, মো. মোস্তাফিজ, মো. সোলাইমান, আবু জাহের, মো. রিপন ও দেলোয়ার। তাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তিনি আরও জানান, গত রবিবার বাংলাদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ‘সরোজিনী নাইডু’ থেকে ২০ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘স্বাধীন বাংলায়’ নেওয়া হয়। পরে গতকাল সোমবার ট্রলারসহ মহাজন আবুল কাশেমের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। সমুদ্রে জেলেদের নিরাপত্তা, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ কোস্টগার্ড তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat