শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, সরকার জনগণকে বোকা ভেবেছে, এই চার্জশিট গ্রহণযোগ্য নয়।
তার দাবি, হত্যাকাণ্ডের পেছনে শুধু একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলর নয়, একটি সংঘবদ্ধ চক্র এবং রাষ্ট্রযন্ত্রও যুক্ত। মূল পরিকল্পনাকারী ও নেপথ্যের শক্তিগুলো অভিযোগপত্রে না থাকায় এই চার্জশিট তারা প্রত্যাখ্যান করছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষে এসব কথা বলেন আবদুল্লাহ আল জাবের। এসময় তিনি হাদি হত্যার তদন্ত ও চার্জশিটকে ‘দায়সারা’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বয়ান’ বলেও আখ্যা দেন।আবদুল্লাহ আল জাবের বলেন, সরকার বলেছে, একজন ওয়ার্ড কমিশনার নাকি হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছে। তার নির্দেশে ফয়সাল করিম মাসুদ খুন করেছে। এই গল্প তো পাগলেও বিশ্বাস করবে না। এই হত্যার পেছনে একটা পুরো চক্র সক্রিয়। সেখানে রাষ্ট্রীয় ছায়া আছে, রাষ্ট্রযন্ত্র আছে। অথচ চার্জশিটে তাদের নাম নেই। যেই চার্জশিটে মূল চক্র নেই, আমরা সেটা মানি না।