×
সদ্য প্রাপ্ত:
ইরানে রেজা পাহলভির সমর্থন আদায়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প জামায়াত জোটে টানাপড়েন প্লাস্টিক আমাদের শরীরের রক্তে, ফুসফুসে, মায়ের দুধে পাওয়া যাচ্ছে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, মার্কিন কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিকশা ও ভ্যানচালকদের মতবিনিময় ২২ জানুয়ারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু মুসলিম ব্রাদারহুডের ৩ শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন নির্বাচনী মাঠে টেকা নিয়ে ক্রমেই শঙ্কা বাড়ছে জাপা প্রার্থীদের ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার প্রকল্প বাতিল, ধারণকৃত ১৪৬৪০ ভিডিওর কী হবে? যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
  • প্রকাশিত : ২০২৬-০১-০৩
  • ২১ বার পঠিত

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী হলফনামায় মাসুদ সাঈদী জানিয়েছেন, তিনি পেশায় ব্যবসায়ী, তার বার্ষিক আয় ১০ লাখ ৮ হাজার ৬৮৭ টাকা।

নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য থেকে জানা গেছে, মাসুদ সাঈদীর স্ত্রীর সম্পদের পরিমাণ ৩৬ লাখ ২৭ হাজার ৯৯৭ টাকা এবং তার ওপর নির্ভরশীলদের বছরে আয় ৮ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকা।

হলফনামা থেকে আরও জানা যায়, মাসুদ সাঈদীর নামে পিরোজপুর এবং ঢাকার রামপুরা ও শাহবাগ থানায় মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতেই তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। তার কাছে নগদ রয়েছে ২৬ হাজার ৮২৩ টাকা এবং ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি হিসাবে তার জমা আছে ২৩ লাখ ৮৯ হাজার ৪২১ টাকা। তার ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও ৩০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। এছাড়া তার ৬২ লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। এছাড়াও তার কাছে ১০ ভরি স্বর্ণ এবং স্ত্রীর কাছে ২০ ভরি স্বর্ণ রয়েছে। হলফনামায় মাসুদ সাঈদী উল্লেখ করেছেন, বিদেশি রেমিট্যান্স হিসেবে তার রয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ১৩৩ টাকা। এছাড়াও তার মাসকাট ফুড অ্যান্ড বেভারেজ এলএলসির ৫ শতাংশ অনারারি শেয়ার রয়েছে। ব্যাংক ও অন্যান্য ধরনে ব্যক্তিগত ঋণ হিসেবে মাসুদ সাঈদীর দায় রয়েছে ২০ লাখ টাকা।রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় মাসুদ সাঈদী ইসলামী ব্যাংক পিএলসি, মৌচাক শাখায় ৩৬ লাখ ৩ হাজার টাকার একটি ঋণের কথা উল্লেখ করেছেন।

সর্বশেষ অর্থবছরে তিনি ৬ হাজার ৮০৬ টাকা আয়কর প্রদান করেছেন বলে তার হলফনামায় উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat