×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-৩০
  • ৩০ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় ছয় দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধন চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা আগে ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। আমরা আবারও নিবন্ধনের সময় বাড়িয়ে ৫ জানুয়ারি পর্যন্ত করেছি।ইসি জানায়, গত ১৯ নভেম্বর থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার একাধিক দেশে এ নিবন্ধন কার্যক্রম চলছে।

ইসির হিসাব অনুযায়ী, বুধবার বিকেল ৫টা পর্যন্ত ১০ লাখ ৫১ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এই সংখ্যা আরও বাড়ছে বলে কমিশন জানিয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। একই দিনে গণভোটও হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat