×
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১৬ বার পঠিত

শুক্রবার (২১ নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে কঠিন পছন্দের মুখোমুখি হতে পারে। ‘হয় আত্মমর্যাদা হারানো অথবা গুরুত্বপূর্ণ অংশীদারকে হারানোর ঝুঁকি’। তিনি বলেন, এটি তার দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।

ব্যাপকভাবে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় এমন কিছু বিষয় আছে যা কিয়েভ আগেই প্রত্যাখ্যান করেছিল। এর মধ্যে আছে পূর্বাঞ্চলীয় কিছু এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া, সশস্ত্র বাহিনীর আকার কমিয়ে আনা এবং ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার করা।

এসব প্রস্তাব রাশিয়ার পক্ষে যাচ্ছে বলে মনে করা হয়। ভ্লাদিমির পুতিন বলেন, এ পরিকল্পনাটিই শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে।

শুক্রবার সিকিউরিটি কেবিনেটের বৈঠকে পুতিন জানান যে মস্কো পরিকল্পনাটি পেয়েছে, তবে ক্রেমলিনের সঙ্গে এর বিস্তারিত এখনো আলোচনা হয়নি। তিনি বলেন, রাশিয়া নমনীয়তা দেখাতে প্রস্তুত কিন্তু একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যই প্রস্তুত আছে।

ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জেলেনস্কিকে পরিকল্পনাটি পছন্দ করতে হবে, অন্যথায় ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলতে থাকবে।

ইউক্রেনের যুক্তরাষ্ট্রের অস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যার মধ্যে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আছে। এছাড়া ওয়াশিংটন গোয়েন্দা তথ্যও সরবরাহ করে।

কিয়েভে প্রেসিডেন্সিয়াল অফিসের সামনে দেওয়া ১০-মিনিটের ভাষণে জেলেনস্কি সতর্ক করে বলেন, ‘আমাদের দুর্বল করতে, বিভক্ত করতে...অনেক চাপের মুখে পড়বে ইউক্রেন’। তিনি বলেন, ‘শত্রুরা ঘুমিয়ে নেই’।

তিনি বলেন, তারা আমেরিকান এবং অন্য অংশীদারদের সাথে শান্তভাবে কাজ করছেন এবং প্রস্তাবিত পরিকল্পনার বিকল্পও তুলে ধরেছেন।

জেলেনস্কি জানান, তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের কাছ থেকে অব্যাহত সমর্থনের আশ্বাস পেয়েছেন।

স্যার কিয়ের শুক্রবার বলেন, ইউক্রেনের সহযোগীরা সবার জন্য একটি ন্যায্য ও টেকসই শান্তির জন্য অঙ্গীকারাবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat