দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালগুলিতে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৬৯ জন।
বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২১৯ জন, বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন।
চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০২ জন; এর মধ্যে ১৬১ জন পুরুষ এবং ১৪১ জন নারী। এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪ হাজার ৯৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার জন্য যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের পাশাপাশি গৃহস্থালি ও আশেপাশের এলাকায় ডেঙ্গু-নাশক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে।