×
  • প্রকাশিত : ২০২৫-১১-০৪
  • ২৮ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের ‘একীভূত হওয়ার আলাপ’ চললেও আপাতত তা বন্ধ হয়ে গেছে। এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টিসহ বেশ কয়েকটি মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তি ‘নির্বাচনী জোট’ গঠনের চিন্তা-ভাবনা করছে। এনসিপি ও গণঅধিকার পরিষদ যেন সেই পথেই হাঁটছে। অন্যদিকে, বিএনপি ও জামায়াতের বাইরে গিয়ে নতুন এই জোট গঠনকে ‘সবচেয়ে ভালো উদ্যোগ’ হিসেবে দেখছে এনসিপি।

তবে, নির্বাচনী জোট শুধু আসন ভাগাভাগির জন্য নয়; আদর্শিক, সংস্কারপন্থী ও ন্যূনতম ঐক্যের সঙ্গে মিললেই চূড়ান্ত করবে বলে দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা এখনো এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। এটা নিয়ে আলাপ-আলোচনা চলমান। যাচাই-বাছাই চলমান। রাজনীতিতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। শেষ সম্ভাবনাটুকুও দেখতে হয়। বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে।’

আমরা চাই, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে দুই প্রধান ব্লক অর্থাৎ বিএনপি-জামায়াতের বাইরে, তাদের জোটের বাইরে একটি তৃতীয় জোট বা ‘থার্ড ব্লক’ যদি করা যায়, এটা হবে সবচেয়ে ভালো। এটা আমাদের চেষ্টায় আছে। আমরা এটা নিয়ে কাজ করছি। বিভিন্ন দলের সঙ্গে কথাবার্তা হচ্ছে

সারোয়ার তুষার বলেন, ‘জোটের বাইরে আমাদের যারা প্রার্থী আছেন, সম্ভাব্যরা বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছেন। আমরা কিছুদিনের মধ্যে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করব। আমরা সারাদেশে আমাদের সক্ষমতাটা তৈরি করতে চাচ্ছি। মানে, আমাদের প্রার্থী যেন অন্তত সব জায়গায় থাকে। তারপর পরিস্থিতি অনুযায়ী সমঝোতা কিংবা জোট, সেটা তখন হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat