পাবনার সদরে বাঁশবোঝাই ট্রাকের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী। রবিবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে পাবনার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকার ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান
নিহতরা হলেন, আতাইকুলা থানার ধর্মগ্রামের আকরাম আলী (৫৬)। তিনি ভ্যানচালক। অপর দুজন স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ও গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার শামসুল মোল্লার মেয়ে তাসনিয়া (১৩) ও পঞ্চমপুর গ্রামের আহমদ আলীর ছেলে নুর মোহাম্মদ তোহা (১৩)। আহতদের নাম পরিচয় জানা যায়নি
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকার ঢাকা-পাবনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল অটোভ্যানটি। এ সময় বাঁশবোঝাই একটি ট্রাক এসে দুর্ঘটনাস্থলে এলে আরেকটি অটোরিকশা সামনে আসে। সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই স্কুল শিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হন।
আরো দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, তিনজন নিহত হয়েছেন। আহত আরো দুই শিক্ষার্থী। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।