আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “আগামী নির্বাচন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকলে ইঞ্জিনিয়ারিং ইলেকশন হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করতেও তার ব্যর্থতা স্পষ্ট।”
বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া ব্যাহত করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফলে বাহিনীর ভেতরে থাকা অপরাধীদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “বাহিনীর ভেতরে এখনও দিল্লির গ্যাং ঘাপটি মেরে আছে। সেনাবাহিনীকে স্বচ্ছ ও মর্যাদাশীল করতে এসব ঘাপটিমারা বজ্রগুলোকে আইনি প্রক্রিয়ায় অপসারণ করতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম দৃশ্যমান করার দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ উত্তরাঞ্চলে কৃষি উপকরণ সংকটের জন্য রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা ডিলার সিন্ডিকেটকে দায়ী করেন। তিনি বলেন, “সরকারিভাবে সংকট না থাকলেও এই সিন্ডিকেট সার, বীজ ও কীটনাশকের কৃত্রিম সংকট তৈরি করেছেন। ফলে চড়া দামেও এসব উপকরণ পাওয়া যাচ্ছে না।” কৃষিকে রক্ষা করতে প্রশাসনকে সিন্ডিকেটবিরোধী কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির রংপুর অঞ্চলের নেতারা উপস্থিত ছিলেন।