×
সদ্য প্রাপ্ত:
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াত নেতারা বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর : নাহিদ বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হতে পারে: ফুয়াদ রাজধানীর বনানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল ভারতের রাষ্ট্রপতি বহনকারী হেলিকপ্টার অবতরণের পর হেলিপ্যাডে ধস ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ প্রশাসনে রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৪ বার পঠিত

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি কেরালা রাজ্যের প্রামাদম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণের পর সেটি ধসে গিয়ে একপাশে কাত হয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে, যার বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। 

চারদিনের সফরে রাষ্ট্রপতি কেরালায় অবস্থান করছেন। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটির চাকা হেলিপ্যাডে তৈরি হওয়া একটি গর্তে আটকে গেছে এবং সেটিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পেছন থেকে ঠেলে সোজা করছেন। এই ঘটনায় রাষ্ট্রপতি বহরের কেউ হতাহত হননি।

হেলিপ্যাড ধসের কারণ হিসেবে বলা হয়েছে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সম্প্রতি স্টেডিয়ামে দ্রুত কংক্রিটের এই হেলিপ্যাড বানানো হয়। হেলিকপ্টারটি অবতরণের পর কংক্রিটের একাংশ ধসে গিয়ে গর্ত তৈরি হয়, আর সেখানেই চাকা আটকে গিয়ে যানটি এক পাশে হেলে পড়ে।

এনডিটিভি জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হেলিকপ্টার থেকে নেমে যাওয়ার পর উপস্থিত নিরাপত্তাকর্মীরা সেটি ঠেলে সোজা করেন। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানিয়েছে, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার প্রামাদম স্টেডিয়ামে অবতরণ করবে— সেটি একেবারে শেষ মুহুর্তে জানানো হয়েছিল, যার ফলে মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়। প্রামাদম স্টেডিয়ামটি রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়াম নামেও পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat