সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘জন্মলগ্ন থেকে সবচেয়ে খারাপ সময় পার করছে বাংলাদেশ। কোথাও আইন নেই, চারিদিকে শুধু লাশ।’ সম্প্রতি এক বেসরকারি টিভির টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।
রনি বলেন, ‘আজ এই ঢাকা শহরে এত চাপাতি, এত অন্যায়, এত ঘুষ, এগুলো নিয়ে আমরা কথা বলছি না।
কিশোররা রাতে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে। তারা যেকোনো মানুষকে নির্বিচারে, তারা পুলিশ হোক বা আমলা হোক, সবাইকে কুপিয়ে সবকিছু ছিনতাই করে নিয়ে যাচ্ছে। অসংখ্য লাশ, নদীতে ভাসছে, সমুদ্রে ভাসছে। বনে জঙ্গলে লাশ।