×
সদ্য প্রাপ্ত:
হংকং এর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল চারদিকে শুধু লাশ আর লাশঃ গোলাম মাওলা রনি আমাদের মুল লক্ষই হল গনতান্ত্রিক মুল্যবোধ প্রতিষ্ঠাঃ মির্জা ফকরুল অবশেষে ডোনাল্ড ট্রাম্পের আহবানে ইসরাইল, ফিলিস্তানের যুদ্ধ বিরতি কার্যকর হতে যাচ্ছে রাজধানীর বিভিন্ন গুরত্বপুর্ন পয়েন্টে তারেক রহমানের দেওয়া বিবিসির স্বাক্ষাতকারটি স্কিনে প্রদর্শিত হয় হঠাৎ জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া রাজধানীর ফরচুন শপিংমল থেকে ৫০০ ভরি স্বর্নালংকার চুরি ঢাকায় বাসা বাড়িতে সাপ আতঙ্ক নুরের এনসিপি নেতাদের টিভি মালিকানা নিয়ে বিস্ফোরক মন্তব্য মুঠোফোনে প্রতারক চক্রের নতুন কৌশল, ফোন করে আতঙ্ক ছড়িয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
  • প্রকাশিত : ২০২৫-১০-০৯
  • ৩ বার পঠিত

অবশেষে কিছুটা শান্তির আভাস মিলছে গাজায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা শান্তি চুক্তিতে সম্মত হয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। জানা গেছে যুদ্ধবিরতি নিয়ে প্রাথমিক একটি চুক্তিতেও সই করে ফেলেছে বিবদমান দুই পক্ষ হামাস ও ইসরায়েল। তবে সেই চুক্তি আর শান্ত্রি প্রক্রিয়া কতোটা স্থায়ী হবে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবুও এই চুক্তি নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে যুদ্ধ আর অনাহারে ক্লিষ্ট গাজা উপত্যকায়। সেই সাথে বিশ্ব নেতারাও একে স্বাগত জানিয়েছেন।

এই চুক্তিকে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চুক্তির মাধ্যমে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি বন্দি বিনিময়ের পথ সুগম হলো। এর পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত হবে বলেই মনে করা হচ্ছে।
 
শান্তি চুক্তির খবর নিশ্চিত হওয়ার পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থা থেকে জোরালো সমর্থন এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি মহান দিন হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদনের কথা জানিয়েছেন তিনি। হামাস আলোচনাকে দায়িত্বশীল ও গুরুতর বলে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছে দাবি জানিয়েছে, যেন ইসরায়েল প্রত্যাখ্যান বা বিলম্ব ছাড়াই চুক্তিটি কার্যকর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat