×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৮০ বার পঠিত
ভারতের মুম্বাইয়ে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।


এ পরিস্থিতিতে শহরের সব হাসপাতাল ও ল্যাবরেটরি প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। যদিও এখন পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেনি মহারাষ্ট্র সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।

মুম্বাই প্রশাসনের আশঙ্কা, বর্ষা মৌসুমে লাফিয়ে বেড়ে যেতে পারে করোনা সংক্রমণের সংখ্যা। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমান্বয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এ ছাড়া বর্ষায় পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও হয়। সব মিলিয়ে নতুন করে করোনা ছড়াতে শুরু করলে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, তা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন নির্দেশিকা জারি করেছে মুম্বাই প্রশাসন।

এর মধ্যে অন্যতম, শহরের সব হাসপাতাল এবং ল্যাবরেটরিকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ। পাশাপাশি সাধারণ মানুষকেও অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

শুক্রবার মহারাষ্ট্র সরকার সব পৌরসভা ও জেলা প্রশাসনকে করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছে।

পাশাপাশি বাস, ট্রেন, প্রেক্ষগৃহ, অফিস, হাসপাতাল, স্কুল ও কলেজে সাধারণ মানুষ যাতে মাস্ক পরেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat