স্বাধীনবাংলা, ডেস্ক রির্পোটঃ
রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় বৈদ্যুতিক বাতির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৫ই নভেম্বর) সন্ধ্যায় ডেমরার মাতুয়াইল বৈদ্যুতিক বাতির গোডাউনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে । আগুনের সূত্রাপাত সম্পর্কে এখনও জানা যায়নি। রাত্র পর্যন্ত এখনো আগুন জ্বলছে।
আরোও পড়ুনঃ ডেসটিনির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জামিন আদেশ রোববার ***
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান। তিনি বলেন, রাজধানীর ডেমরা কোনাপাড়ার ১০ তলার পাশা টাওয়ারের ৫-৬-৭-৯ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে ১৩টি ইউনিট কাজ করছে। তিনি আরো বলেন, ওই বৈদ্যুতিক বাতির গোডাউনে ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়া মাত্র পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সেখানে গিয়েছে।
আমাদের প্রতিনিধির কাছ থেকে পাওয়া
তথ্য অনুযায়ী সময় রাত্র ৮.৫০ মিনিট পর্যন্ত এখনোও আগুন জ্বলছে।