×
  • প্রকাশিত : ২০২২-০৮-২২
  • ১৩৭ বার পঠিত
বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি হবে আগামী বছরের এপ্রিলে। ৫০ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। এখনো অনুষ্ঠানসূচি চূড়ান্ত না হলেও এ উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের পরিকল্পনা রয়েছে।

বছরব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্পিকারসহ সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানসূচি চূড়ান্ত করা হবে।  
সংশ্লিষ্ট সূত্র মতে, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ১৯৭৩ সালের ৭ এপ্রিল। সেই হিসাবে আগামী ৬ এপ্রিল এই সংসদের ৫০ বছর পূর্তি হচ্ছে। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ অধিবেশন ছাড়াও আলোচনাসভা, সেমিনার, প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat