জেল-জুলুম করে শ্রমিকদের আন্দোলন দমন করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, 'সারা দেশে পুলিশ এবং সরকার দলীয় নেতারা সিন্ডিকেট করে প্রতিদিন ব্যাটারিচালিত রিকশাচালকদের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার শ্রমজীবী মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকুও কেড়ে নিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
আজ শুক্রবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টুসহ কারাবন্দি ৬ শ্রমিকনেতার নিঃশর্ত মুক্তি এবং অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, জিয়াউল কবির খোকন, এম এ শাহীন, মোজাম্মেল হক প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রিকশা শ্রমিকদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ন্যায়সঙ্গত। গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষ আজ দিশেহারা। অথচ সরকার লুটপাটের লাগাম না টেনে শ্রমিক নেতৃবৃন্দদের গ্রেপ্তার করে শ্রমজীবী মানুষদের দমন করতে চায়।
তার আরো বলেন, আশুলিয়া এলাকায় রিকশা শ্রমিকদের অধিকারের পক্ষে ভূমিকা রাখায় মিথ্যা মামলা দিয়ে গার্মেন্ট শ্রমিক টিইউসি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, টিইউসি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম মনজু, আশুলিয়া থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মজিদ মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ সভাপতি আলম পারভেজ ও মো. নান্নু মিয়াকে কারাগারে প্রেরণ করেছে। সমাবেশে বক্তারা অবিলম্বে কারাবন্দি ৬ শ্রমিকনেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সমাবেশ থেকে বাম গণতান্ত্রিক জোটের ডাকে আগামী ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে চা-শ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সর্বত সমর্থন ও সংহতি ঘোষণা করা হয়।
এ জাতীয় আরো খবর..