তীব্র খরায় নাজেহাল চীন। তীব্র খরা আর দাবদাহ ভেঙে দিয়েছে সব রেকর্ড। এই পরিস্থিতি মোকাবেলায় দেশটির মধ্য ও দক্ষিণপশ্চিমাঞ্চলে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটাচ্ছে চীন।
এশিয়ার দীর্ঘতম পানির প্রবাহ ইয়াংসি নদীর পানি রেকর্ড পর্যায়ে নিচে নেমে গেছে। দেশটির কোনো কোনো অংশে স্বাভাবিকের চেয়ে অর্ধেকের কম বৃষ্টিপাত হয়েছে।
জলবিদ্যুতের রিজার্ভ বর্তমানে অর্ধেকের মতো কমে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
একই সময়ে শীতাতপ নিয়ন্ত্রণের চাহিদা বৃদ্ধি পাওয়ার কোম্পানিগুলো প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে।
খরা-পীড়িত ইংয়াসি নদীর আশেপাশের প্রদেশগুলো বৃষ্টির অভাবে কৃত্রিমভাবে মেঘ তৈরির দিকে ঝুঁকছে। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বেশ কয়েকটি প্রদেশ আকাশে কেমিকেলবাহী রকেট পাঠিয়েছে। কিন্তু মেঘের অভাবে কিছু এলাকায় এই কাজ করার প্রচেষ্টা স্থগিত করা হয়েছে।
সিচুয়ান ও পার্শ্ববর্তী প্রদেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে।
ফলে সিচুয়ানের সরকারি অফিসগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণের মাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়ানের কম রাখতে বলা হয়েছে। সিচুয়ান ডেইলির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। শ্রমিকদেরও সম্ভব হলে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে বলা হয়েছে।
এ জাতীয় আরো খবর..