×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৪১৮ বার পঠিত
গত কয়েক বছরে পর্দার চেয়ে পর্দার বাইরের বিষয় নিয়েই বেশি আলোচিত ছিলেন জনি ডেপ। সাবেক স্ত্রী আম্বার হার্ড তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করলে একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়েন অভিনেতা। তবে চলতি বছরের জুনে স্ত্রী নির্যাতন মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার পর জনির ক্যারিয়ার যেন নতুন জীবন পেয়েছে। একের পর এক নতুন ছবির প্রস্তাব পাচ্ছেন, ঘোষণা দিয়েছেন গানের অ্যালবাম প্রকাশের। এবার ভক্তদের জন্য আরও বড় খবর নিয়ে হাজির তিনি। ভ্যারাইটি জানিয়েছে, ২৫ বছর পর পরিচালনায় ফিরছেন জনি। সেই ছবির প্রযোজক আর কেউ নন, অস্কার, এমি ও টনি অ্যাওয়ার্ডজয়ী মার্কিন অভিনেতা আল পাচিনো।

প্রখ্যাত ইতালিয়ান চিত্রকর আমেদেও মোদিলিয়ানির জীবনভিত্তিক সিনেমা ‘মোদিলিয়ানি’ দিয়ে ক্যামেরার পেছনে ফিরছেন জনি। পরিচালনা ছাড়াও ছবির জনি ছবির অন্যতম প্রযোজকও বটে। আল পাচিনো, জনি ডেপ ছাড়াও ছবির আরেক প্রযোজক ব্যারি নাভিদি। ব্যারি–পাচিনো প্রযোজক জুটির চতুর্থ ছবি হতে যাচ্ছে এটি। আগে ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’সহ তিনটি ছবি একসঙ্গে প্রযোজনা করেছেন দুজন। ‘মোদিলিয়ানি’ তৈরি হবে একই নামের মঞ্চনাটক অবলম্বনে। ছবির প্রেক্ষাপট ১৯১৬ সালের প্যারিস। ইতালিতে জন্ম নেওয়া চিত্রকর মোদিলিয়ানি নিজের ব্যর্থতায় হতাশ। না সমালোচকেরা তাঁকে পাত্তা দিচ্ছেন, না তাঁর ছবি বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে ঘটা কিছু ঘটনা তাঁর জীবন বদলে দেয়। ঘটনাবহুল সেই ৪৮ ঘণ্টার গল্প নিয়েই ছবি।

‘মোদিলিয়ানি’ নিয়ে দেওয়া এক বিবৃতিতে জনি ডেপ বলেন, ‘মোদিলিয়ানির জীবনের গল্প পর্দায় আনার সুযোগ পেয়ে আমি ভীষণ সম্মানিত বোধ করছি। তাঁর জীবন ছিল ভীষণ কষ্টের, কিন্তু শেষ পর্যন্ত তিনি জয়ী হয়েছেন। মানবিক গল্প নিয়ে তৈরি ছবিটি হবে সর্বজনীন, যার সঙ্গে সারা বিশ্বের দর্শকই নিজেদের সম্পৃক্ত ভাবতে পারবেন।’
গান, অভিনয়ের সঙ্গে জনি ডেপ নিজেও ছবি আঁকেন। কিছুদিন আগেই লন্ডনের একটি নিলামে চড়া দামে তাঁর শিল্পকর্ম বিক্রি হয়েছে। ১৯৯৭ সালে ‘দ্য ব্রেভ’ দিয়ে পূর্ণদৈর্ঘ্য ছবির পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেতা। ছবিটিতে মার্লন ব্রান্ডোর সঙ্গে তিনি নিজেও অভিনয় করেছিলেন। ছবিটি সে সময় কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। 

প্রথম ছবির দীর্ঘ ২৫ বছর পর দ্বিতীয়টি নিয়ে আসছেন জনি ডেপ। সিনেমা ছাড়াও সাবেক স্ত্রী ভানেসা ভ্যানেসা প্যারাডিসের বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জনি। অভিনেতা এখন ব্যস্ত ঐতিহাসিক ছবি ‘জিন দ্যু ব্যারি’র শুটিংয়ে। ফরাসি পরিচালক মেওয়েন পরিচালিত ছবিটিতে পঞ্চদশ লুইয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটিই হতে যাচ্ছে গত তিন বছরের মধ্যে তাঁর প্রথম ছবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat