×
  • প্রকাশিত : ২০২০-১১-০৩
  • ১৯৩ বার পঠিত
স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধিঃ
চার দফা দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকেই ধীরে ধীরে জড়ো হয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা। চার দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন বলে জানিয়েছেন সাইদুল ইসলাম নামের এক আন্দোলনকারী।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-করোনা মহামারিতে প্রুফ না নেওয়া, অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরু করা, স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা এবং কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে তাদের চিকিৎসার পুরোপুরি দায়িত্ব নেওয়া। 
এদিকে মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মহাখালীর সঙ্গে সংযুক্ত প্রতিটি সড়কে গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সব সড়কে চলাচলকারী মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat