×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৮৬ বার পঠিত
জেলি ভরা ৯ হাজার কেজি জব্দ করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টায় কোস্ট গার্ড পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলাধীন ধলেশ্বরী ব্রিজসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা।

অভিযান চলাকালীন ধলেশ্বরী ব্রিজের ওপর থেকে তিনটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৯ হাজার  কেজি (২২৫ মণ)  জেলি ভরা চিংড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি আট লাখ টাকা। এ সময় বাসে  চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ’
তিনি আরো বলেন,  ‘জব্দকৃত জেলি ভরা চিংড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়। ’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat