×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৮৭ বার পঠিত
রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে হাতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সাক্ষাৎকালে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

গার্ডার দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না বলে জানান রাষ্ট্রদূত লি জিমিং।  
এর আগে গত সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীমউদ্দীনে এলাকার আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ক্রেন থেকে গার্ডার পড়ে শিশুসহ পাঁচজন মারা যায়। এরপর গত বুধবার (১৭ আগস্ট) রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে ক্রেনচালকসহ তার সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

উল্লেখ্য, চীনের তিনটি এবং বাংলাদেশের একটি কম্পানি দীর্ঘদিন ধরে ওই সড়কে এ প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে। এর মধ্যে উড়াল সড়ক ও নিচের সড়ক নির্মাণের কাজ করছে (সিজিজিসি), জিয়াংশু প্রভিনশিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং ওয়েহেই ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেটিভ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat