প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করতে যাচ্ছে বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ)। আগামী ২০ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য ২৮ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে এ তথ্য জানান সংগঠনটির নেতারা।
অনুষ্ঠানে বিএমএফের বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক সঙ্গীত পরিচালক মনোয়ার হোসেন টুটুল বলেন, ‘এ পর্যন্ত যে কয়েকবার কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে তা বার্ষিক সাধারণ সভায় সিলেকশন নিয়মের মাধ্যমে করা হয়েছে।
এবারই প্রথম সদস্যরা ব্যালটের মাধ্যেম ভোট প্রয়োগ করবেন। ’
তিনি বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকেই ১১টি পদে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে গঠিত হয়েছে বিএমএফ নির্বাচন কমিশন। ’
একটি মাত্র মনোনয়ন পত্র জমা পড়ায় সভাপতি গাজী আব্দুল হাকিম এবং সহ-সভাপতি পদ চন্দন দত্ত সরাসরি নির্বাচিত হয়েছেন। মোট ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সঙ্গীত পরিচালক রফিকুল আলম এবং সদস্য কমিশনার হিসেবে মাইলস ব্যান্ডের কিবোর্ড বাদক মানাম আহমেদ ও আনিসুর রহমান তনুকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গঠিত হয়েছে ৬ সদস্য বিশিষ্ট প্রিজাইডিং অফিসার প্যানেল ও পর্যবেক্ষক দল।
সংবাদ সম্মেলনে টুটুল বলেন, ‘বিএমএফ প্রত্যেক যন্ত্রসঙ্গীত শিল্পীর স্বচ্ছল ভবিষ্যৎ দেখতে চায়। চায় আগামী প্রজন্মের নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ। সরকারের কাছে আমাদের শুধু কিছু নীতিগত সহায়তা প্রয়োজন। আমাদের টাকা পয়সা চাই না। ’
এ জাতীয় আরো খবর..