বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সরকারী চাকুরীজীবিদের জনগণের সেবক হিসেবে সকল দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বঙ্গবন্ধুর দেওয়া নির্দেশনা ও আদর্শ অনুযায়ী কাজ করাই হবে তাদের ব্রত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে এ আহ্বান জানিয়েছেন হিসাব মহানিয়ন্ত্রক জনাব মোঃ নূরুল ইসলাম।
অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পু®পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সভাপতিত্ব করেন হিসাব মহানিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম।
গতকাল সোমবার হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক ও তাঁর পরিবারের শাহাদাতবরনকারী সকলের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতির বক্তব্যে হিসাব মহানিয়ন্ত্রক বঙ্গবন্ধুর জীবন ও দর্শন বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির মুক্তিদাতা। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও আন্তরাত্নায় মিশে আছেন। জাতির পিতার প্রতি আমাদের অশেষ ঋণ, শ্রদ্ধা ও ভালোবাসা। জাতির পিতার দেওয়া স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের পতাকা বিশ্বের মানচিত্রে সমুন্নত থাকবে চিরদিন। ’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ, বিচক্ষণ ও দূরদৃষ্টি নেতৃত্বে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজ চলছে। এ অগ্রযাত্রায় সকল সরকারি চাকরিজীবিদের অবশ্যই একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে হবে। ’
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানে জাতির জনকের কর্ম ও জীবনীভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি সমৃদ্ধিসহ মাননীয় সরকার প্রধানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিজিএ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..