কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেত। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে তিনি রোহিঙ্গা শিবিরে পৌঁছান।
প্রথমেই তিনি উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশন এ ‘ইউএনএইচসিআর’ রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। পরে তিনি ডব্লিওএফপির ই-ভাউচার সেন্টার পরিদর্শন সেন্টার।
এরপর ব্রাকের নারী বান্ধব কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ৮ জন রোহিঙ্গা ধর্মীয় নেতার সঙ্গেও বৈঠক করেন। এসময় রোহিঙ্গারা মিশেলকে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন এবং সব অধিকারসহ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবি জানান।
এরআগে ১৪ আগস্ট সকালে পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেত।
এ জাতীয় আরো খবর..