স্বাধীনবাংলা,
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামে যাবার পথে বাস থেকে ফেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলকে হত্যার দায়ে হানিফ পরিবহনের একটি বাসের চালক, হেলপার আর সুপারভাইজারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। '' ২০১৮ সালে এই হত্যার ঘটনা ঘটে। মামলাটির বিচার হয়েছে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে। রায়ে সন্তোষ প্রকাশ করে পায়েলের মা কোহিনুর বেগম বলেন, ''আমাদের চাওয়া হলো রায়টা যেন দ্রুততম সময়ে শাস্তি কার্যকর হয়।''
আরোও পড়ুনঃ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো সুন্দরবন ***
এদিকে বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার খালিদ আদনান জানান, রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সড়ক দুর্ঘটনা অনেকটা হত্যার পর্যায়ে চলে গেছে।
রায়ে আদালত আরো কয়েকটি পর্যবেক্ষণ দিয়েছে, যার মধ্যে রয়েছে: বাস ছাড়ার পূর্বে চালক ও সহকারী সুপারভাইজার মাদকাসক্ত কিনা, তা পরীক্ষা করতে হবে।
মহাসড়কে প্রতি তিন কিলোমিটার পর পর বাথরুমের ব্যবস্থা করতে হবে সরকারকে।
বাসের সুপারভাইজার, হেলপার যেন যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ না করেন, সেটা পর্যবেক্ষণ করতে হবে।
সেই সঙ্গে মহাসড়কে বাসের গতি পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।