×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৩
  • ৮৩ বার পঠিত
বিতর্ক চলছেই। আমির খানের বহু প্রতিক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে থেকেই নানা বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছিল। জনপ্রিয় হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক আমিরের এই ছবি। নেট দুনিয়ায় ‘লাল সিং চাড্ডা’-কে বয়কট করা নিয়ে নেট জনতা আগে থেকেই সরব হয়েছিল। তবে এই ঝড় যেন বেড়েই চলেছে। পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশের বিভিন্ন ধর্মীয় সংগঠন আমিরের এই ছবিকে বিরোধিতা করতে কোমর বেঁধে নেমে পড়েছে।
আমিরের ছবি মানেই ব্লকবাস্টার। এর আগে এই বলিউড সুপারস্টারের ‘দঙ্গল’, ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’, ‘সিক্রেট সুপারস্টার’সহ আরও ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। কিন্তু ‘লাল সিং চাড্ডা’র অবস্থা এতটাই বেহাল, হলের মালিকেরা রীতিমতো ‘মাছি তাড়াচ্ছেন’। তবে আমিরের পাশে অনেকেই দাঁড়িয়েছেন। এখন দেখা যাক, কারা আমিরের পক্ষে, আর কারা তাঁর ছবিকে বয়কটের জন্য আন্দোলনে নেমেছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন
উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌর অখিল ভারতীয় হিন্দু মহাসভা আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবির বিরুদ্ধে অবরোধ প্রদর্শন করেছে। এই সংগঠনের পক্ষ থেকে চিঠি লিখে ছবিটিকে না দেখার জন্য আবেদন করা হয়েছে।

এই রাজ্যের আরেক শহর বারানসির বিজয়া মলের বাইরে আমিরের ছবির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে। এমনকি এই সংগঠন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ‘লাল সিং চাড্ডা’কে প্রদর্শন না করার জন্য দাবি জানিয়েছে।

পাঞ্জাব, দিল্লিতে বিক্ষোভ
পাঞ্জাবের জলন্ধরে এমবিডি মলেতে হিন্দু সংগঠন ‘লাল সিং চাড্ডা’র বিরুদ্ধে বিরোধিতা করেছে। এই সংগঠনের বক্তব্য, আমির খান হিন্দুবিরোধী। আর তাই এই ছবি প্রদর্শন হতে তারা দেবে না। এ ছাড়া বেশ কিছু হিন্দু সংগঠন আর শিবসেনারা পুলিশকে ১৫ আগস্ট পর্যন্ত এক সময়সীমা দিয়েছেন। তাঁদের দাবি, ১৫ আগস্টের মধ্যে আমির খান, সেন্সর বোর্ড, আর ‘পিকে’ ছবির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। আর তা না হলে ১৬ আগস্ট থেকে তাঁরা আবার বিক্ষোভে নামবেন। দিল্লিতেও আমিরের ছবিকে ঘিরে একই চিত্র।

আমিরের বিরুদ্ধে পুলিশি অভিযোগ
যত দিন যাচ্ছে ‘লাল সিং চাড্ডা’কে ঘিরে নতুন কোনো বিতর্ক দানা বাঁধছে। এবার আমিরের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ছবির এক দৃশ্যেকে ঘিরে অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন দিল্লির আইনজীবী বিনীত জিন্দল। দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোড়ার কাছে বিনীত অভিযোগ জানিয়েছেন যে এই ছবির গল্পে কিছু আপত্তিকর বিষয় আছে। 

আমির খান, প্যারামাউন্ট পিকচার্স, আর এই ছবির পরিচালক অদ্ভেত চন্দনের বিরুদ্ধে আইপিসি ধারা ১৫৩, ১৫৩ এ, ২৯৮, ৫০৫ অনুযায়ী এফআইআর দায়ের করতে চেয়েছিলেন এই আইনজীবী। বিনীত জিন্দল আমিরের বিরুদ্ধে ‘ভারতীয় সেনা’র অপমান আর হিন্দু ভাবনাচিন্তার প্রতি আঘাত করার অভিযোগ এনেছেন। এ ছাড়া বেশ কিছু হিন্দু রাষ্ট্রীয় সংগঠনের কর্মকর্তারা আমিরের ছবিকে সনাতন সংস্কৃতিবিরোধী বলে জোর আন্দোলনে নেমেছেন। পুলিশ আটজন আন্দোলনকারীকে আটক করেছে।

বিবেক অগ্নিহোত্রীর কটাক্ষ আমিরকে
‘কাশ্মীর ফাইলস’খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবিকে ঘিরে রীতিমতো মজা করেছেন। তিনি আমিরকে কটাক্ষ করে টুইটারে লিখেছেন, ‘ছবির গুণগত মানের কথা ছেড়েই দিন। কারণ, ৬০ বছরের নায়ক ২০ থেকে ৩০ বছরের নায়িকার সঙ্গে রোমান্সের জন্য আকুল হয়ে ওঠেন। নিজেকে তরুণ দেখানোর জন্য ফটোশপের সাহায্য নেন। বলিউডের মৌলিকতায় কিছু গড়বড় আছে। তরুণ আর “কুল” দেখানোর জন্য বলিউডকে ধ্বংস করে দিচ্ছে। আর এসব কিছুর জন্য একটাই ব্যক্তি দায়ী।’

আমিরের পাশে দক্ষিণ থেকে বিটাউন
সুপার মডেল তথা অভিনেতা মিলিন্দ সোমান টুইট করে ‘লাল সিং চাড্ডা’ ছবিকে সাপোর্ট করেছেন। আমিরের এই ছবিকে ঘিরে ট্রলারদের ক্রমাগত আক্রমণের জবাবে তিনি লিখেছেন, ‘ট্রল কখনোই একটা ভালো ছবিকে রুখতে পারবে না।’ কিন্তু তারপরও ট্রলারদের মুখ বন্ধ হয়নি। এখন তাঁরা মিলিন্দকে রীতিমতো ট্রল করতে শুরু করেছে। আর ট্রলাররা ‘পিকে’ ছবির একটা দৃশ্য শেয়ার করে আমিরের বিরোধিতা করছে। আমিরের ‘লাল সিং চাড্ডা’ প্যান ইন্ডিয়া স্তরে মুক্তি পেয়েছে। এই ছবির মাধ্যমে দক্ষিণি তারকা নাগা চৈতন্যর বলিউডে অভিষেক হয়েছে। আমির ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে দক্ষিণি ছবির জগতের অভিজ্ঞ আর প্রভাবশালী ব্যক্তিদের ছবিটি দেখিয়েছিলেন। আর তাঁদের পরামর্শ মতো আমির এই ছবিতে কিছু বদল করেছিলেন বলে শোনা গেছে। আমিরের পাশে দক্ষিণি ছবির জগতের এসএস রাজামৌলি, নাগার্জুন, নাগা চৈতন্য, চিরঞ্জীবী, রাম চরণ, পরিচালক সুকুমারসহ অনেকে দাঁড়িয়েছেন। দক্ষিণ থেকে সমর্থন পেলেও আমিরের এই ছবিকে ঘিরে বিরোধিতায় কোনো প্রভাব পড়েনি। বলিউড নায়িকা আলিয়া ভাট, পরিচালক জোয়া আখতারসহ অনেক বিটাউন তারকা এই ছবিকে সমর্থন করেছে।

ভারতে ‘লাল সিং চাড্ডা’কে ঘিরে বিরোধিতা তুঙ্গে হলেও হলিউড এই ছবির পাশে দাঁড়িয়েছে। পশ্চিমি দর্শককে আকর্ষিত করতে ‘ফরেস্ট গাম্প’-এর আধিকারিক পেজে এই ছবির প্রচারণা করা হয়েছে। প্যারামাউন্ট পিকচার্সের মতো স্টুডিও এখন এই ছবির সঙ্গে যুক্ত। প্যারামাউন্ট পিকচার্স ‘লাল সিং চাড্ডা’কে সারা দুনিয়াতে বিতরণ করবে। এরাই ‘ফরেস্ট গাম্প’ ছবিটিকে ডিস্ট্রিবিউট করেছিল। বিদেশের মাটিতে ‘লাল সিং চাড্ডা’ কতটা সফলতা পায়, সেটাই দেখার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat