দেড়বছর আগে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী সচিব মো. সোলায়মান আলী তালুকদার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিখোঁজ হন। তবে তার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিত সিয়ামের অভিযোগ, তাকে গুম করা হয়েছে। তিনি তার বাবাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন। সেইসঙ্গে তিনি নিজের জীবনের ও পরিবারের সকলের নিরাপত্তাও চেয়েছেন।
আজ শনিবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে সিয়াম বলেন, 'চাকরি থেকে অবসরে যাওয়ার সময় একটি ফ্ল্যাট বন্ধক নেওয়ার জন্য বাবার সাথে মাসুদ আলম মোল্লার পরিচয় হয়। এরপর বাবা মাসুদ আলম মোল্লাকে ফ্ল্যাট বাবদ পাঁচ লাখ টাকা দেন। পরবর্তীতে তিনি বাবার পেনশনের ৩৭ লাখ টাকা সুচতুরভাবে ধার নেন। বাবা টাকা ফেরত চাইলে দুটি ভুয়া চেক প্রদান করেন। পরে এ বিষয় নিয়ে তিনি বাবাকে হুমকি দেন। '
সাবিত আরো বলেন, 'বাবা আমার সৎ মা মাহফুজা বেগমকে তালাক দেন। এ বিষয়ে ক্ষিপ্ত হয়ে মাহফুজা বেগম কৌশলে সৎ বোন ফারিয়া তালুকদার দ্বারা বাবাকে নারায়ণগঞ্জে নিয়ে নির্যাতন চালান। পরবর্তীতে মাসুদ ও মাহফুজা পূর্বপরিকল্পিতভাবে আমার বাবাকে গুম করে। এছাড়া আমাদের পরিবারকে নানা ধরনের হুমকি দেয়। '
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, 'বাবাকে গুমের ঘটনায় নারায়ণগঞ্জ আদালতে নিজে বাদী হয়ে মামলা দায়ের করি। বিষয়টি পিবিআইকে তদন্তের দায়িত্ব দিলেও তদন্ত কর্মকর্তা আসামি কর্তৃক প্রভাবিত হয় এবং আমার বাবা পাগল হয়ে হারিয়ে গিয়েছেন বলে প্রতিবেদন দাখিল করে। কিন্তু আমার বাবা পঙ্গু অবস্থায় করোনাকালীন সময়ে কি করে হারিয়ে যায়? সব ঘটনা শুনে, দেখে আমরা নিশ্চিত হলাম তাকে গুম করা হয়েছে। আমার বাবাকে জীবিত ফেরত চাই। আমার পরিবারের সকলের নিরাপত্তা চাই। '
এ জাতীয় আরো খবর..