×
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৬৭ বার পঠিত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা যুক্তরাষ্ট্রের তৈরি একটি  এএন/এমপিকিউ-৬৪ রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে। এটি দোনেৎস্ক অঞ্চলে ছিল। 

শুক্রবার নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে এ দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তারা আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হিমার্স রকেট লঞ্চার থেকে ছোঁড়া দুটি মিসাইলও ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা। এ মিসাইল দুটি গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে তারা। 

তবে রাশিয়ার দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তাদের কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে। এর কয়েকদিন পর থেকেই ইউক্রেনকে সামরিক সহয়তা দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। 

প্রথম দিকে রুশ সেনারা ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিপুল হামলা চালায়। কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ইউক্রেনকে হিমার্সের মতো দূরপাল্লার অস্ত্র দেওয়ার পর ইউক্রেনও রাশিয়ার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। 

যুক্তরাষ্ট্রের হিমার্স ব্যবহার করে গত কয়েকদিন ধরে খেরসনে অবস্থিত রুশ সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। 

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat