×
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৭০ বার পঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম এয়ারক্রাফ্ট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন কোর্সের সনদপত্র পেলেন বাংলাদেশ বিমান ও নৌবাহিনীসহ শ্রীলঙ্কা, তানজানিয়া ও পাকিস্তান বিমান বাহিনীর মোট ১২ জন কর্মকর্তা। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ ফ্লাইট সেফটি ইনস্টিটিউট-এ এই সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।  

আইএসপিআর এ তথ্যসহ আরো জানায়, সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল সাদে উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ১৭ কর্মদিবস মেয়াদী এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর পাঁচ জন, বাংলাদেশ নৌবাহিনীর দুই জন, শ্রীলংকা বিমান বাহিনীর দুই জন, তানজানিয়া বিমান বাহিনীর দুই জন এবং পাকিস্তান বিমান বাহিনীর এক জন কর্মকর্তা অংশগ্রহণ এবং সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন।
 
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহনূর তালুকদার মুন্না (ইঞ্জিনিয়ার) কোর্সে প্রথম স্থান অধিকার করেন।  

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তারা এবং পাকিস্তান হাইকমিশনের আমন্ত্রিত পদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat