×
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৮১ বার পঠিত
ইসরাইল একদিকে নিজেরা ফিলিস্তিনেরর গাজায় হামলা চালাচ্ছে অন্যদিকে রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করতে বলছে।  ইসরাইল প্রধানমন্ত্রী ইয়ার লাপিডের বিরুদ্ধে বুধবার এমন ভণ্ডামির অভিযোগ এনেছে কায়রোর রুশ দূতাবাস।  জেরুজালেম পোস্ট বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কায়রোর রুশ দূতাবাস এক টুইটবার্তায় জানায়, গত এপ্রিল মাসে বুচায় গণহত্যার জন্য রাশিয়াকে দোষারোপের চেষ্টায় ইয়ার লাপিডের মিথ্যা কথনের সঙ্গে আগস্ট মাসেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলার তুলনা করুন। ফিলিস্তিনিদের জীবনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখানো কী দ্বৈত মনোভাব নয়।

এর পরই কায়রোর দূতাবাস এপ্রিল মাসে ইয়ার লাপিডের একটি টুইট রি-টুইট করে। ওই টুইটে ল্যাপিড লিখেছিলেন, রাশিয়ান সেনাবাহিনী চলে যাওয়ার পর থেকে কিয়েভের কাছে বুচা শহরের ভয়ঙ্কর দৃশ্যের ব্যাপারে উদাসীন থাকা অসম্ভব। ইচ্ছা করে বেসামরিক জনগণের ক্ষতি করা একটি যুদ্ধাপরাধ এবং আমি এর তীব্র নিন্দা জানাই।

অবশ্য ওই টুইট করার সময় লাপিডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনও প্রধানমন্ত্রী হননি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat