আজ দেশে তো কাল বিদেশে। কখনো কখনো পরিবার-পরিজনের সান্নিধ্য ছাড়া টানা এক বা দুই মাসও কাটাতে হয় বিদেশ বিভুঁইয়ে! এভাবে তো কেটে গেল এক দশকেরও বেশি সময়। এবার একটু স্থিরতা চান ট্রেন্ট বোল্ট। এ কারণেই নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে অব্যাহতি চেয়েছেন কিউই ফাস্ট বোলার।
কয়েক দফা আলোচনার পর বোল্টকে কেন্দ্রীয় চুক্তি থেকে অব্যাহতি দিয়েছে এনজেডসি। এর মানে এই নয় যে নিউজিল্যান্ডের হয়ে তিনি আর খেলবেন না। তবে এনজেডসি যেহেতু ম্যাচ খেলার জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের অগ্রাধিকার দেয়, বোল্টের আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যা কমে যাওয়ারই কথা।
নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৭৮ টেস্ট, ৯৩ ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন। সব সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৫৪৮ উইকেট
নিউজিল্যান্ডের হয়ে খেলার সুযোগ যে কমে যেতে পারে, এটা ভালো করেই জানেন বোল্ট। এরপরও তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী আর তিন সন্তানকে আরও বেশি সময় দেওয়ার জন্য। চুক্তি থেকে অব্যাহতি পাওয়ার পর বোল্ট বলেছেন, ‘সত্যিকার অর্থেই এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য কঠিন এক ব্যাপার ছিল। এনজেডসিকে ধন্যবাদ।’
বোল্ট এরপর যোগ করেন, ‘শৈশব থেকেই দেশের ক্রিকেট খেলার স্বপ্ন দেখে এসেছি আমি। গত ১২ বছরে ব্ল্যাকক্যাপসের হয়ে আমি যা কিছু পেয়েছি, এর জন্য গর্বিত। এই সিদ্ধান্তটা আসলে আমি নিয়েছে আমার স্ত্রী আর তিন ছেলের কথা ভেবে। পরিবার সব সময়ই আবার সবচেয়ে বড় প্রেরণা।’
নিউজিল্যান্ডের হয়ে বোল্টের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১১ সালের ডিসেম্বরে, হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৭৮ টেস্ট, ৯৩ ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন। সব সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৫৪৮ উইকেট।
বোল্টের বয়স ৩৩ বছর। নিউজিল্যান্ড দলকে এখনো অনেক কিছুই দেওয়ার আছে এই ফাস্ট বোলারের। কিন্তু ক্রিকেটের পরের জীবনটা গুছিয়ে নেওয়ার প্রস্তুতি এখনই শুরু করে দিয়েছেন তিনি, ‘আমি পরিবারকে সবকিছুর আগে রাখতে পছন্দ করি। আমরা আসলে ক্রিকেটের পরের জীবনের প্রস্তুতি নিতে শুরু করেছি।’
এ জাতীয় আরো খবর..