×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৮
  • ৪৯ বার পঠিত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা সমাবেশে লাঠিপেটার পর বামপন্থী ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ সোমবার শাহবাগ থানার উপ-পরিদর্শক পলাশ সাহা বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায়  ‘বেআইনিভাবে দাঙ্গার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা, অবৈধ সমাবেশ, রাস্তা অবরোধ, ইটপাটকেলসহ পুলিশের কাজে বাধা দেওয়াসহ হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর রক্তাক্ত ও হাড়ভাঙা জখমের’ অভিযোগ আনা হয়েছে বামপন্থী ছাত্র সংগঠন সমূহের বিরুদ্ধে।  

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে ‘প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহ’ ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলোর ডাকা বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে৷ ছাত্রসংগঠনগুলো বলেছে, তাদের বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ।

এদিকে পুলিশ বলছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোই আগ বাড়িয়ে হামলা শুরু করেছে।  
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার কালের কণ্ঠকে বলেন, 'পুলিশের ওপর হামলার ঘটনায় আজ (সোমবার) মামলাটি হয়েছে। এস আই পলাশ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলা গ্রহণ করা হয়েছে। হামলায় যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat