যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি গত সপ্তাহে তাইওয়ান সফরে আসেন।
পেলোসির তাইওয়ান সফর নিয়ে এখন উত্তপ্ত হয়ে ওঠেছে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক।
এরমধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাউজ ফের স্পিকার ন্যান্সি পেলোসির তীব্র সমালোচনা করেছেন।
শনিবার নিজ দলের একটি সম্মেলনে ট্রাম্প বলেন, তাইওয়ানে সে কি করছিল? সে ছিল চীনের স্বপ্ন, সে চীনকে এখন একটি উসিলা দিয়েছে (সামরিক প্রশিক্ষণ চালানোর উসিলা)।
এদিকে যেদিন পেলোসি তাইওয়ান যান সেদিনই তার সমালোচনা করেন ট্রাম্প। পেলোসিকে ট্রাম্প ‘উন্মাদ’ বলে অভিহিত করেন।
নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, উন্মাদ পেলোসি কেন তাইওয়ানে? সব সময় ঝামেলা বাধায়। ভালো কিছু করে না যার ফলাফল ইতিবাচক হয়।
এদিকে মঙ্গলবার ন্যান্সি পেলোসি কংগ্রেসের আরও পাঁচজন সদস্যকে নিয়ে তাইওয়ানে যান। সেখানে তিনি তাইওয়ানের প্রেসিডেন্টসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
এ জাতীয় আরো খবর..