×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৭
  • ৭২ বার পঠিত
রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে তিনজন মারা গেছেন। গতকাল রাতে তারা মারা যান। তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন।

নিহতরা হলেন ভাঙারি দোকান ও গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম, আলমগীর ওরফে আলম ও রিকশাচালক নুর হোসেন (৬০)।

চিকিৎসকরা জানিয়েছেন, নূর হোসেনের ৯৫ শতাংশ, গাজী মাজহারুলের ৩৫ শতাংশ ও মোহাম্মদ আলমের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তুরাগের একটি ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আটজন অগ্নিদগ্ধ হন। এর মধ্যে আজ তিনজন মারা গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বাকি পাঁচজনের অবস্থাও শঙ্কামুক্ত নয়।

তুরাগের কামারপাড়া ঘটনাস্থলে নিহত গাজী মাজহারুলের বাড়ি। তিনি ভাঙারি দোকানের ব্যবসা করতেন। রিকশার গ্যারেজটিও ছিল তার। মৃতের পিতার নাম ফজলুল হক মোল্লা। নিহত নূর হোসেন (৬০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত রজব আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। আর আলম জামালপুর সরিষাবাড়ী উপজেলার দিল বালিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি ওই রিকশার গ্যারেজের কারিগর ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat