ঢাকা মহানগর পুলিশের সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহকে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ শনিবার (৬ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি সূত্র জানায়, রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান। এরপর উপপুলিশ কমিশনার পদমর্যাদার মো. শহিদুল্লাকে পদায়ন করা হয়েছে সেখানে।
গত বৃহস্পতিবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।
মো. শহিদুল্লাহ এর আগে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ছিলেন। শেরপুরে জন্মগ্রহণকারী ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই মেধাবী কর্মকর্তা রাজশাহী জেলায় অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ জাতীয় আরো খবর..