×
সদ্য প্রাপ্ত:
মেট্রোরেলের নতুন সূচিতে ট্রিপ বাড়ল ৭টি জামায়াতের পিআর আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয়: নাহিদ দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক জামায়াতসহ ৮ দলের, কাল সমাবেশ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার ফের দ্বিধা বাড়ালেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র না রাশিয়া কাকে বেছে নেবে ভারত? ইসির রিমোট আগারগাঁওয়ে নেই: হাসনাত জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে: সালাহউদ্দিন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান শিক্ষকদের, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ব্যাংক খাতের মাফিয়া পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলী
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ১৮ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রজিত দাস নামে বহিরাগত এক ব্যক্তিকে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  

মারধরের ঘটনায় অভিযুক্ত মো. তুষার হোসেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ  ও মো. শামীমুল ইসলাম ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তারা দুজনই মাস্টারদ্য সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান সোহানের অনুসারী হিসেবে পরিচিত।
ভুক্তভোগী প্রজিত নড়াইলের নরাগাতি থানা এলাকার গন্ধবাড়ীয়ার বীরেন্দ্র নাথ দাসের ছেলে। আজ বুধবার থানায় দেওয়া অভিযোগে তিনি বলেন, 'আমি মোটরসাইকেলযোগে পলাশী থেকে  টিএসসির উদ্দেশে রওনা দিই। রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে সূর্য সেন হলের মো. তুষার হোসেন ও মো. শামীমুল ইসলামসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন আমার মোটরসাইকেল থামিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।  

অভিযোগে তিনি আরো বলেন, পরে তারা আমাকে সূর্য সেন হলের গেস্টরুমে নিয়ে ফের মারধর করে। তারা আমার মোটরসাইকেল, আইফোন ও নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়। তারপর খালি হাতে ধাক্কা মেরে বের করে দিয়ে বলে, ‘তুই সোজা চলে যাবি। ডানে বাঁয়ে কোথাও তাকাবি না। ’ এ সময় তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মো. তুষার হোসেন হাতাহাতির ঘটনা স্বীকার করে বলেন, ঘটনাটি ভিসি চত্বরে হয়নি। ওটা হলগেটে হয়েছে। আমাকে নিতে এক সিনিয়র ভাই বাইক নিয়ে প্রজিতকে পাঠায়। আমি প্রজিতের সঙ্গে দেখা করলে সে বলে, ভাই আপনাকে 'তুলে নিয়ে যেতে বলেছে'। এই কথায় আমার জুনিয়ররা খেপে যায়। এতে কথা-কাটাকাটির একপর্যায়ে সেটা হাতাহাতি পর্যন্ত চলে যায়। পরে এসএম হলের এক সিনিয়র ভাই এসে মিটমাট করে দেন। এবং তারা মোটরসাইকেলেই চলে যান। ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। তবে মোবাইল চুরি, মোটরসাইকেল আটক বা টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। একই কথা বলেন অন্য অভিযুক্ত মো. শামীমুল ইসলাম।  

এ ঘটনায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, মারধর ও মোটরসাইকেল আটকে রাখার ঘটনায় সূর্য সেন হলের দুইজন শিক্ষার্থীর বিরুদ্ধে প্রজিত নামের একজন বাদী থানায় অভিযোগ করেছেন। বর্তমানে বাদীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। তার মুঠোফোনটি বন্ধ রয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat