×
  • প্রকাশিত : ২০২২-০৮-০২
  • ১৬ বার পঠিত
বিশ্বের কোথায়, কোন দেশে, কোন বিমান যাচ্ছে বা আসছে সেটি দেখা যায় ফ্লাইটরাডার২৪ নামে একট ওয়েবসাইটে।

বর্তমানে এ ওয়েবসাইটটিতে সবচেয়ে বেশি মানুষ নজর রাখছেন এসপিএআর১৯ নামে একটি বিমানের ওপর। যেটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বিমান।

আর ধারণা করা হচ্ছে এই বিমানটিতে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। 

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় বিমানটির গতিবিধির ওপর নজর রাখছিলেন ২ লাখ ১০ হাজার মানুষ। 

ওই সময় দেখা যায় ফিলিপাইনের পাশ দিয়ে সমুদ্রের ওপর দিয়ে চলছে। আর বিমানটির গতিবিধি দেখে ধারণা করা যাচ্ছিল এটি তাইওয়ানের দিকে যাচ্ছে। 

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিমানটি মালয়েশিয়া থেকে উড়ে আসে। মঙ্গলবার সকালে মালয়েশিয়াতেই যান ন্যান্সি পেলোসি। 

বিমানটি মালয়েশিয়ার স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ মিনিটে কুয়ালামপুরের সুবাং বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

মালয়েশিয়া থেকে তাইওয়ানে সাধারণত দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে যায় বিমান। সময় লাগে পাঁচ ঘণ্টা। কিন্তু খুব সম্ভবত পেলোসিকে বহনকারী এ বিমানটি দক্ষিণ চীন সাগর দিয়ে না গিয়ে বোরনিও দ্বীপপুঞ্জের দিকে যায়। 

এদিকে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। 

তাইওয়ানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে তাইওয়ানে পৌঁছাবেন পেলোসি।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat