আকাশনগর সেন্ট্রাল জেলে ৫০ বছর ধরে বন্ধ ১৪৫ নম্বর সেল। হঠাৎ এক দিন সেখানে পাওয়া গেল অতিরিক্ত একজন কয়েদিকে। এই কয়েদি কোথা থেকে এল? আর কীভাবে এল এই বন্ধ সেলে? এই রহস্য নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নিয়ে আসছে অরিজিনাল সিরিজ ‘কারাগার’। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ইতিমধ্যে চঞ্চল চৌধুরীর চরিত্রের লুক প্রকাশ পেয়েছে।
চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে নিতে চঞ্চল চৌধুরীকে অনেকটা ওজন কমাতে হয়েছিল। নিজের এই পরিবর্তন সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, ‘সিরিজটি বেশ ইন্টারেস্টিং, আর ক্যারেক্টারটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। এ ধরনের ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য সবকিছু নিখুঁত হতে হয়। আমি এই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা, কস্টিউম সবকিছু ঠিকঠাক রাখার জন্য অভাবনীয় এফোর্ট দিতে হয়েছে। এখন দেখা যাক কাজটা দর্শকদের কেমন লাগে।’
এই সিরিজ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এই গল্পের আইডিয়াটা আমাদের মাথায় আসে প্রায় দেড় বছর আগে। এতে রহস্য আছে, ইতিহাস ও নাটকীয়তা আছে। অভিনয়ের পাওয়ার হাউস সব শিল্পীদের আমি আমার সেটে পেয়েছি। এটা সত্যিকার অর্থেই একটি ড্রিম কাস্টিং। এ রকম শিল্পীদের একসঙ্গে পারফর্ম করতে দেখাটা অন্যরকম একটি আনন্দের ব্যাপার।’
‘কারাগার’ ওয়েব সিরিজটি চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে। ২০২০ সালে এই প্ল্যাটফর্মে শাওকি–চঞ্চল জুটির সিরিজ ‘তাকদীর’ বেশ আলোচিত হয়েছিল। এবার এই জুটি আসছে ‘কারাগার’ নিয়ে।
চঞ্চল চৌধুরী ছাড়াও ‘কারাগার’ এ আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফএস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ প্রমুখ। কারাগার–এর ট্রেলার মুক্তি পাবে এই সপ্তাহেই।
৫০ বছর ধরে বন্ধ সেলে কে এই কয়েদি?
‘কারাগার’ সিরিজ সম্পর্কে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘নতুন গল্প বলার যে প্রচেষ্টা তা আমাদের অব্যাহত আছে। “কারাগার” তার অন্যতম সংযোজন। যে স্কেলে এই সিরিজটা শুট করা হয়েছে, সেটা সম্ভবত বাংলা ওয়েব কনটেন্টের ইতিহাসে প্রথমবারের মতো হলো। এই সিরিজ দেখার পর দর্শকদের বাংলা ওয়েব কনটেন্টের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে বলে আমাদের বিশ্বাস।’
এ জাতীয় আরো খবর..