স্বাধীনবাংলা,ডেস্ক নিউজঃ
কয়েক দিন পর আবারো বাজারে পর্যাপ্ত আলুর দেখা মিললেও আড়ত, পাইকারি কিংবা খুচরায় কোথাও বিক্রি হচ্ছে না সরকার বেঁধে দেয়া দামে। এদিকে, টিসিবি ২৫ টাকা কেজির আলু পেতে লম্বা লাইন। অধিকাংশ ফিরে যাচ্ছেন খালি হাতেই। পেঁয়াজের আলোচনার মধ্যে গত এক মাস এক প্রকার নিরবেই বেড়েছে আলুর দাম। এরইমধ্যে দুই দফায় আলুর দাম বেঁধে দিয়েছে সরকার। সবশেষ মঙ্গলবার কৃষি বিপণন অধিদপ্তর দাম পূননির্ধারণ করে, যেখানে পাইকারিতে ৩০ টাকা, খুচরাতে ৩৫ টাকা সর্বোচ্চ দাম বেঁধে দেয়া হয়েছে।
কিন্তু বাস্তবে বাজারে এ দরে আলু মিলে না। আড়তদাররা বলছেন, কোল্ড স্টোরেজে রাখা হিসেবে নিলেই আলুর মজুদের হিসাব পাওয়া কঠিন নয়। খুচরা বাজারে আলু এখনো ৫০ টাকার কাছাকাছি দরেই বিক্রি হচ্ছে। কিছুই করার নেই ক্রেতাদের। এদিকে, দাম নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠান টিসিবি আলু বিক্রি শুরু করেছে। কিন্তু তা চাহিদার তুলনায় একেবারেই সামান্য। আলুর সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। বাংলাভিশন থেকে নেওয়া।
এ জাতীয় আরো খবর..