পুরো দাম নিয়েও পরিমাণে কম ‘অকটেন’ দেওয়ার অভিযোগে রাজধানীর দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন মো. ইশতিয়াক নামের এক তরুণ। তিনি বেসরকারি একটি ব্যাংকে কর্মরত। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরের আশ্বাসে প্রতিবাদ স্থগিত করেন ইশতিয়াক।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইশতিয়াক দক্ষিণ কল্যাণপুর সোহরাব সার্ভিস স্টেশনে গিয়ে ৫০০ টাকার অকটেন নেন।
পাম্প থেকে ৫০০ টাকার ভাউচার দেওয়া হলেও ওই পরিমাণ তেল তাকে দেওয়া হয়নি বলে ইশতিয়াকের অভিযোগ। তিনি মোটরসাইকেল থেকে তেল বের করে মাপার কথা বললেও পাম্প কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। এর প্রতিবাদে তিনি একটি সাদা কাগজে ‘সঠিক পরিমাণে তেল চাই’ লিখে ওই পাম্পের সামনে অবস্থান নেন। খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে বলে ওসি তোফায়েল আহমেদ জানান।
ইশতিয়াক বলেন, ‘আমি ৫০০ টাকার তেল চাইলে যে পরিমাণ দিয়েছে, তা আমার কাছে ৩০০ টাকার মনে হয়েছে। আমি তাদের কাছে বললাম, আমার ৫০০ টাকার তেল বুঝিয়ে দেন। তখন তারা গাড়িতে আরো তেল ঢুকাতে চাইল। বলতে শুরু করল ভুল হয়েছে।
তিনি বলেন, ‘এটা ওই কর্মচারীদের ভুল নয়, ‘ইচ্ছাকৃতভাবে’ তারা এমন করেছে এবং এভাবে অনেককে ‘ঠকানো’ হয় বলে তার সন্দেহ। যেহেতু সবাই প্রতারিত হচ্ছে। তাই আমি প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছি। পুলিশ আসার পর কর্তৃপক্ষ আমার কাছে বারবার ক্ষমা চাইছে।
এ জাতীয় আরো খবর..