×
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৬৫ বার পঠিত
'নিরাপদ সড়ক চাই' (নিসচা) এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু হয়েছে।   সোমবার (১ আগস্ট) 'নিসচা' কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের রিফাত জাহান শাওনকে আহবায়ক এবং আইন বিভাগের এনামুল হককে সদস্য সচিব করে ২০২২-২৩ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনটির (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সাদেক হোসেন বাবুল।  

নিসচা'র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নিসচা'র সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুক্ত হওয়াকে অনবদ্য একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে সর্বক্ষণ কাজ করে যাবে।  

কমিটির আহ্বায়ক রিফাত জাহান শাওন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্রুত নিসচা'র পূর্ণাঙ্গ কমিটি কমিটি ঘোষণা করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হলগুলোতেও কমিটি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

কমিটির সদস্য সচিব এনামুল হক জানান, বিদ্যমান আইনের কাঠামোর মধ্যে থেকে জনগণ ও প্রশাসনকে সাথে নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat