স্বাধীনবাংলা,
বিশেষ প্রতিনিধিঃ
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবীর অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন।
বুধবার রাতে এক ভিডিও বার্তায় এই চিকিৎসক বলেন, ব্যারিস্টার রফিক-উল হক স্যার হাসপাতালে ভর্তি আছেন। আজ তার সপ্তম দিন চলছে। গতকাল থেকে তার অবস্থার অবনতি হয়েছে। রাত ১২টার পর থেকে তার অবস্থা খুব জটিল হয়ে গিয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় ছিল। হঠাৎ করে স্যার সেপটিক শকে চলে গিয়েছিলেন। প্রেসার কমে গিয়েছিল। অক্সিজের স্যাচুরেশন কমে গিয়েছিল। সাথে সাথে স্যারকে ইনটিউভেশন করে করে ভ্যান্টিলেটরে দেয়া হয়েছে। স্যার এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন।
১৬ অক্টোবর বিকেলে অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার রফিক-উল হককে আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালের ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেয়া হয়। তিনি হাসপাতালটির ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে ছিলেন। পরে ১৭ অক্টোবর সকালে তার শারীরিক অবস্থা স্বাভাবিক হওয়ায় হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। কিন্তু ওইদিন দুপুরের পরই তাকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক-উল হক। ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন।