×
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৬২ বার পঠিত
রাজধানীর ডেমরায় যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় মো. আমিন ওরফে ফকির আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

পরে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের জুন মাসে শাবানা বেগমের সঙ্গে বিয়ে হয় আমিনের। তাঁদের দুটি সন্তান আছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাবানার ওপর নির্যাতন চালানো শুরু করেন আমিন। প্রথমে শাবানার পরিবার আমিনকে তিন লাখ টাকা দেয়। পরে আরো এক লাখ টাকা দাবি করেন তিনি।

এরই মধ্যে আরেকটি বিয়ে করেন আমিন। বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে শাবানাকে মারধর করেন এবং এক লাখ টাকার জন্য চাপ দেন। অত্যাচার সহ্য করতে না পেরে শাবানা ২০ হাজার টাকা এনে দেন। বাকি ৮০ হাজার টাকার জন্য ক্রমাগত চাপ দিতে থাকেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শাবানার শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন আমিন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শাবানার মৃত্যু হয়।

এ ঘটনায় শাবানার বোন শিল্পী ইয়াসমিন ২০০৫ সালে ডেমরা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০০৬ সালের ১২ মার্চ আমিনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat