চলতি বছরটা ভালোই যাচ্ছে অভিনেত্রী আকাঙ্ক্ষা সিংয়ের। তাঁর হাতে একাধিক ছবি। আকাঙ্ক্ষা অভিনীত পাঁচটা প্রজেক্ট এ বছর একে একে মুক্তি পাচ্ছে। সব কটি ছবি মুক্তির আগেই অমিতাভ বচ্চনের মতো মহাতারকার মুখে নিজের প্রশংসা শুনেছেন অভিনেত্রী। যা তাঁর কাছে স্বপ্নপূরণের মতোই। সব মিলিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। তবে ধীরগতিতে সাফল্যের পথে হাঁটতে চান এই নায়িকা। কারণ, তিনি লম্বা ইনিংস খেলতে চান।
ছোট পর্দা থেকে বড় পর্দায় এসেছেন আকাঙ্ক্ষা। তামিল, তেলেগু, কন্নড় ছবির দুনিয়ায় তাঁর বেশ নামডাক হয়েছে। হিন্দি ছবির জগতেও নিজের অবস্থান পাকাপোক্ত করতে ব্যস্ত আকাঙ্ক্ষা। কিছুদিন আগে অজয় দেবগন অভিনীত ও পরিচালিত ‘রানওয়ে থার্টিফোর’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এ ছবিতে অজয় ছাড়াও অমিতাভ বচ্চনের মতো অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। তামিল ছবি ‘ক্ল্যাপ’-এ আকাঙ্ক্ষার অভিনয় দারুণ পছন্দ করেছেন বিগ বি। যা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আকাঙ্ক্ষা, ‘মহানায়কের (অমিতাভ বচ্চন) মুখে যখন নিজের প্রশংসা শুনেছি, তখন যারপরনাই খুশি হয়েছিলাম। ‘রানওয়ে থার্টিফোর’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি। অপেক্ষা করছি, আবার কবে তাঁর সঙ্গে কাজ করব। আশা করছি, শিগগিরই সুযোগ পাব।’
‘রানওয়ে থার্টিফোর’সহ চলতি বছর পাঁচটি প্রজেক্ট মুক্তি পাচ্ছে আকাঙ্ক্ষার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বছরটা আমার ক্যারিয়ারের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কোভিডের কারণে সব কাজ আটকে ছিল। এখন একে একে মুক্তি পাচ্ছে। ছবির প্রচারণার জন্য কখনো মুম্বাই, আবার কখনো হায়দরাবাদে ছুটে যেতে হচ্ছে।’
নিজের ১০ বছরের অভিনয়জীবনের প্রসঙ্গে আকাঙ্ক্ষা বলেছেন, ‘এই দীর্ঘ এক দশকে কম প্রজেক্ট করেছি। তবে যেগুলো করেছি, সেগুলোর জন্য আমি খুব খুশি। যে প্রজেক্টগুলো ফিরিয়ে দিয়েছি, তার জন্যও কোনো আফসোস নেই। এখনো মনে হয়, ওই ছবিগুলো আমার কখনোই করা উচিত ছিল না। সব মিলিয়ে নিজের সিনেমাভ্রমণে খুব খুশি। আমার লক্ষ্য ধীরেসুস্থে এগোনো। তাই অনেক ভেবেচিন্তে প্রজেক্ট নির্বাচন করছি। আমি লম্বা ইনিংস খেলতে চাই।’
এ জাতীয় আরো খবর..