বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে এক দিন (মঙ্গলবার) কর্মীদের ঘরে থেকে (হোম অফিস) কাজ করার নির্দেশ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া প্রতি মঙ্গলবার প্রধান কার্যালয় বন্ধ থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ে আরো কিছু পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। আগামীকাল সোমবার থেকে এসব কার্যক্রম শুরু হবে।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, ব্র্যাকের যানবাহন ব্যবহারে জ্বালানি সাশ্রয় নীতি অনুসরণ করতে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস চলাকালে প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোচ্চ ব্যবহার করা হবে। ব্র্যাক কার্যালয়ের যেসব জায়গায় পর্যাপ্ত সূর্যের আলো থাকে, সেসব স্থানে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখতে বলা হয়েছে। ছুটির দিনে একটি লিফট চালু রাখা এবং প্রিন্টার, ফটোকপি মেশিন, ওভেন, কেটলির মতো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের পরপরই সুইচ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..