×
  • প্রকাশিত : ২০২০-১০-১৮
  • ২০৯ বার পঠিত
স্বাধীনবাংলা, খেলার খবরঃ
আইপিএলে সুপার ওভারে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানটা নিরঙ্কুশ হলো কেকেআরের। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান কলকাতার। ম্যাচে জয়ের জন্য ১৬৪ রান করতে হতো হায়দ্রাবাদকে। সুপার ওভারে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসনের দুর্দান্ত বোলিংয়ের সামনে হায়দ্রাবাদ সংগ্রহ করতে পারে মাত্র ২ রান। ৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয় পেতে কোনো ঝামেলায় পড়তে হয়নি কলকাতাকে। রশিদ খানের বলে সহজে ৩ রান তুলে নেন অধিনায়ক ইয়ন মরগান ও উইকেটরক্ষক দিনেশ কার্তিক।  এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং নেমে ৫ উইকেটে ১৬৩ রান করে কলকাতা। ওপেনার শুভম গিল (৩৬) ও রাহুল ত্রিপাঠির (২৩) ব্যাটে দারুণ সূচনা হয় তাদের। এরপর নিতীশ রানা (২৯), আন্দ্রে রাসেল (৯), মরগানের (৩৪) ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পায় কলকাতা। ব্যক্তিগত ২৯ রানে অপরাজিত থাকেন কার্তিক।  
১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদকেও দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জনি বেয়ারস্টো (৩৬) ও কেন উইলিয়ামসন (২৯)। প্রিয়ম গার্গ ৪ রানে ফিরলেও ডেভিড ওয়ার্নারের (৪৭) ব্যাটে ভর করে এগোতে থাকে হায়দ্রাবাদ। কিন্তু মনীষ পাণ্ডে (৬) ও বিজয় শঙ্কর (৭) দ্রুত ফিরলে চাপে পড়ে তারা। শেষদিকে চাপের মুখে হায়দ্রাবাদকে ম্যাচ টাই করতে সহায়তা করে আব্দুল সামাদ (২৩)। রশিদ অপরাজিত ছিলেন ১ রানে। কিন্তু সুপার ওভারে সুবিধা করতে পারেনি ওয়ার্নারের দল। ফলে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রইলো সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও কেকেআরের কাছে হারল সানরাইজার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat